নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ এই প্রচণ্ড গরমে দক্ষিণ দিনাজপুরের তপন থানার সাত নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাড়ি গ্রামে টানা পাঁচ দিন থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ। ফলে এলাকাবাসীরা গরমের জেরে চরম অস্বস্তিতে দিন কাটাচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি পানীয় জলেও টান পড়েছে। তাই আর এই তীব্র জ্বালা-যন্ত্রণা সহ্য করতে না পেরে এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে অবস্থিত বিদ্যুৎয়ের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যাওয়ায় একটানা পাঁচ দিন ধরে লাগাতার বিদ্যুৎ বিভ্রাটে কয়েক হাজার এলাকাবাসীরা বিপাকে পড়েছেন। আর বিদ্যুৎয়ের অভাবে সাবমার্সিবল থেকে পানীয় জলও সংগ্রহ করা যাচ্ছে না। বারবার সমস্যার কথা জানালেও কোনোরকম সমাধান পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে কার্যত বাধ্য হয়ে এদিন এলাকাবাসীরা বাধ্য হয়ে তপন-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
এই অবরোধের জেরে জাতীয় সড়ক জুড়ে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। পরে তপন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে এলাকাবাসীরা পথ অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল আবার স্বাভাবিক হয়।