নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ বর্ধমানের কেতুগ্রামের মুড়-গোপালপুর পঞ্চায়েতের হাটমুড়গ্রামের উত্তরপাড়া এলাকায় অব্যাহত ভোট পরবর্তী হিংসা। এখানে আচমকা বিস্ফোরণের জেরে সিপিএম কর্মী শ্যামল ঘোষের বাড়ির কংক্রিটের শৌচালয়ের ছাদ উড়ে গেল। এছাড়া সীমানা লাগোয়া পাঁচিলও ভেঙে পড়লো। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এলাকাবাসীরা শব্দের উৎস সন্ধানে এসে দেখতে পান, শ্যামল ঘোষ নামে এক জন সিপিএম কর্মীর বাড়ির শৌচালয়ে বিস্ফোরণ হয়েছে। আর বিস্ফোরণে শৌচালয়ের ছাদও উড়ে যায়। এরপর কেতুগ্রাম থানার পুলিশ খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে এই ঘটনার পর থেকে শ্যামলবাবুর পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
তৃণমূল পঞ্চায়েত সদস্য মামুন আশিক শেখ বলেন, “গণনার আগে থেকেই শ্যামল ঘোষ এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বোমা মজুত করা হয়েছিল। এখন সেই বোমা ফেটেই নিজের বাড়ির ছাদ উড়ে গিয়েছে।” সিপিএম নেতৃত্বের দাবী, “শ্যামল ঘোষ সিপিএম কর্মী ছিলেন না। এই ঘটনার সাথে সিপিএমের কোনো যোগ নেই।”