রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের খাঁ পুকুর এলাকায় বর্ধমান কালনা রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হল এলাকার মানুষজন।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাস্তার পাশে থাকা একটি ভ্যাট ভেঙে ফেলা হয়েছে। ফলে এলাকার মানুষজন সমস্যার মধ্যে পড়েছেন। ওই স্থানে ফেলা ময়লা রাস্তায় চলে আসার ফলে ঘটছে দুর্ঘটনা। আর ওই ভ্যাটের পাশেই চলছে একটি নতুন ফ্লাটের কনস্ট্রাকশনের কাজ।
https://www.youtube.com/watch?v=uVxjBzft89A
Sponsored Ads
Display Your Ads Hereএলাকাবাসীদের সন্দেহ এর ফলে ইচ্ছাকৃত ভাবে এই ভ্যাটটিকে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া পাশের ড্রেনটিকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যার জেরে রাস্তায় নোংরা জল জমছে।এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে, এর আগে এই সমস্যার কথা বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সমস্যার সমাধান সম্ভব হয়নি। ড্রেন মেরামত ও ভ্যাট নির্মাণের প্রতিশ্রুতি না পেলে এবারের নির্বাচনে ভোট দেবেন না বলে জানালেন অবরোধকারীরা।
ফ্লাটের মালিক অবশ্য দাবী করেছেন, “তারা ভ্যাট ভাঙেনি। এখানে কনস্ট্রাকশন তৈরির আগে থেকেই ভ্যাটটি ভাঙা অবস্থায় পড়েছিল। তাছাড়া এখানে ভ্যাটের কোনো অনুমতি নেই। তাই তাদের তরফ থেকে কোনো বেআইনী কাজ করা হয়নি।