অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হলো। প্রায় এক লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন।
করোনা পরিস্থিতির জেরে চলতি বছরও অনলাইনেই ঘরে বসেই পরীক্ষা হয়েছিল। এক মাসেরও কম সময়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করল। জুলাই মাসের শেষে স্নাতক স্তরের ষষ্ঠ তথা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
জানা গিয়েছে, মেজর সাবজেক্টে পাশের হার ১০০ শতাংশ। আগামীকাল দুপুর ২ টোর পর পড়ুয়ারা ক্যাম্পাসে গিয়ে মার্কশিট হতে পাবেন।
Sponsored Ads
Display Your Ads Here
অগস্টের ৩১ তারিখের মধ্যে ফল প্রকাশের নির্দেশিকা ছিল। কিন্তু জুলাইয়ের শেষে পরীক্ষার হওয়ার পর এত কম সময়ে কীভাবে সব খাতা দেখে রেজাল্ট বের করা যাবে তা নিয়ে চিন্তায় ছিলেন অধ্যাপকরা। তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন কেউ কেউ। তড়িঘড়ি খাতা দেখায় তা কতটা যত্নের সঙ্গে দেখা হয়ে সে নিয়েও প্রশ্ন উঠছে।
Sponsored Ads
Display Your Ads Here