Indian Prime Time
True News only ....

ইরানের হাতে জাহাজে আটক থাকা ভারতীয়ের সঙ্গে দেখা করতে পারবেন নয়াদিল্লির প্রতিনিধিরা

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ব্যুরো নিউজঃ ইজরায়েলঃ ইরানের বিদেশমন্ত্রী আমির আবদোল্লাহিয়াঁর সাথে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ফোনে কথা হওয়ার পরেই হরমুজ প্রণালীতে ইরানের হাতে আটক জাহাজে থাকা ভারতীয়দের সাথে নয়াদিল্লির প্রতিনিধিদের দেখা করতে দেওয়া হবে। ওই জাহাজে ২৫ জন কর্মীর মধ্যে ১৭ জনই ভারতীয়। জাহাজটি ইরানের হাতে আটক হওয়ার পর থেকেই নয়াদিল্লি তেহরানের সাথে যোগাযোগ রেখেছে।

গতকাল রাতেরবেলা আমির আবদোল্লাহিয়াঁর সাথে এস জয়শঙ্করের কথা চলাকালীন আটক জাহাজে থাকা ভারতীয়দের মুক্তির পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ভারতের বিদেশমন্ত্রী এক্স হ্যান্ডলে এই প্রসঙ্গে লেখেন, ‘‘ইরানের বিদেশমন্ত্রীর সাথে ফোনে কথা হয়েছে। এমএসসি এরিস জাহাজে বন্দি আমাদের সতেরো জন কর্মীর মুক্তি নিয়ে কথা হয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। আমি ওঁকে বলেছি, আক্রমণ থেকে বিরত থাকা, শান্তি বজায় রাখা ও কূটনীতির আশ্রয় নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা একে অপরের সাথে যোগাযোগ রাখার বিষয়ে সহমত হয়েছি।

- Sponsored -

- Sponsored -

এরপর ইরানের বিদেশমন্ত্রী জানান, ‘‘ভারতীয় বন্দিদের সাথে ভারতের সরকারী প্রতিনিধিদের দেখা করতে দেওয়া হবে।’’ প্রসঙ্গত, ইরানের প্রশাসনিক আধিকারিকেরা হেলিকপ্টারে এসে মালবাহী জাহাজটিকে আরব আমিরশাহি উপকূলে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আটক করেছিল কারণ সন্দেহ করা হয়েছিল যে, ওই জাহাজের ইজরায়েলের সাথে সম্পর্ক থাকতে পারে। পরে দেখা যায়, ওই জাহাজের কর্মীদের অধিকাংশই ভারতীয়।

তেহরানের বক্তব্য, ‘‘নিজের দেশের প্রতিরক্ষার স্বার্থে জাহাজটিকে আটক করা হয়েছে। উপযুক্ত তদন্তের আগে জাহাজ সহ বন্দিদের ছাড়া সম্ভব নয়। আপাতত জাহাজটি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।’’ ইটালীয়-সুইস সংস্থা এমএসসি ওই জাহাজটির পরিচালনার দায়িত্বে ছিল। জাহাজটি আদতে লন্ডনের জোডিয়াক গোষ্ঠীর। এই জোডিয়াক গোষ্ঠী হলো ইজরায়েলি ধনকুবের ইয়াল অফারের। সেই কারণেই ওই জাহাজের সাথে ইজরায়েলের যোগসূত্রের খোঁজ চলছে। শুক্রবার দুবাই থেকে জাহাজটি মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored