ব্যুরো নিউজঃ তাইওয়ানঃ গতকাল বিকেলবেলা থেকে মঙ্গলবার সকালবেলা অবধি ভূকম্পন ও ভূকম্পন পরবর্তী কম্পনের ফলে বার বার তাইওয়ান কেঁপে উঠছে। রিখটার স্কেলে সর্বোচ্চ ভূকম্পনের তীব্রতা ৬.৩ ছিল।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী, সোমবার বিকেলবেলা ৫টা ৮মিনিটে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে প্রথম ৫.৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এরপর রাত ২ টো ৩০ মিনিট নাগাদ ৬.০ মাত্রার ভূকম্পন হয়। আর তার ছ’মিনিট পর আবার তাইপেইয়ে ৬.৩ মাত্রার ভূকম্পন হয়। এমনকি আজ সকাল অবধি বার বার ভূমিকম্প পরবর্তী ভূকম্পনে তাইওয়ানের রাজধানী কেঁপে উঠেছে। আপাতত এই ভূকম্পনের উৎসস্থল তাইওয়ানের পূর্ব দিকে হুয়ালিয়েন এলাকায়।
তবে এখনো ভূকম্পনের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষ কোনো ক্ষয়-ক্ষতিও হয়নি। প্রসঙ্গত, গত ৩ রা এপ্রিল তাইওয়ানের হুয়ালিয়েন এলাকায় ৭.২ মাত্রার ভূকম্পনের ফলে চোদ্দ জন মারা গিয়েছেন। কিন্তু তারপর থেকে অন্তত এক হাজার বার তাইওয়ান ভূকম্পনে কেঁপে উঠেছে। তবে ভূমিকম্প পরবর্তী ভূকম্পনগুলির তীব্রতা তেমন প্রবল নয়।