কোভ্যাক্সিন না পেয়ে বিক্ষোভ শুরু হয় হাসপাতাল চত্বরে
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ করোনায় টীকা না পেয়ে বিক্ষোভ দেখালেন একাংশ বয়স্করা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি সদর হাসপাতালের টীকা দেওয়ার সেন্টারে উত্তেজনা ছড়ায়।
অভিযোগ ওঠে, কয়েকদিন থেকে অনেকেই টীকা না পেয়ে ঘুরে যাচ্ছেন। রাত পার হলেই ভোট তাই এদিনও টীকা না পেয়ে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে কিভাবে যাবেন বুঝে উঠতে পাচ্ছেন না। যার জেরে বয়স্করা মূখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।
এদিকে দিন দিন জেলাতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এমনটাই দাবী জেলা স্বাস্থ্য দপ্তরের। কিন্তু স্বাস্থ্য দফতরের দাবী, টীকা পায়নি এরকম কোনো অভিযোগ নেই। এই মুহূর্তে জেলাতে করোনার প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৪৬৩ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ হাজার ২৬০ জন। আর টীকা আপাতত যা মজুত করা রয়েছে তা শুক্রবার ও শনিবার পর্যন্ত চলে যাবে। এক থেকে দুদিনের মধ্যে আরো পাঁচ হাজার টীকা আসবে বলে দাবী করা হচ্ছে”।