নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ গতকাল উত্তরাখণ্ডের হলদোয়ানির বনভুলপুরা এলাকায় সরকারী জমি থেকে বেআইনী জবরদখলকারীদের উৎখাত করতে গিয়ে সশস্ত্র হামলার মুখে পড়তে হলো পুলিশকে। ইতিমধ্যে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আর আহত হয়েছেন আড়াইশোর বেশী।
পুলিশের দাবী, ‘‘আদালতের নির্দেশ অনুযায়ী ওই জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে গেলে দুষ্কৃতীরা পরিকল্পনা মাফিক হামলা চালায়। এছাড়া স্থানীয় পুলিশ ফাঁড়িতেও হামলা হয়। আগুন জ্বালানো হয়। এমনকি দুষ্কৃতীরা বহু যানবাহনেও আগুন লাগিয়ে দেয়। ফলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়।’’
Sponsored Ads
Display Your Ads Here
উত্তরাখণ্ড পুলিশের এডিজি এপি অংশুমান জানান, ‘‘এই হামলায় প্রায় ১০০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। গতকাল থেকেই বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছিল। এদিনও তা বহাল রয়েছে। পাশাপাশি জবরদখল উচ্ছেদের জন্য বুলডোজার আনা হয়েছে।’’ এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন।
Sponsored Ads
Display Your Ads Here