নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ গতকাল রাতে কাশ্মীর উপত্যকার শহিদ চকের শলা কদল এলাকায় রাস্তার উপর জঙ্গিদের গুলির নিশানা হলেন দুই ধর্মীয় সংখ্যালঘু। এই গুলিতে নিহত হন অমৃতপাল সিংহ নামে পাঞ্জাবের অমৃতসরের এক বাসিন্দা। আর গুরুতর আহত হয়েছেন রোহিত নামের এক জন ভিন্ রাজ্যের শ্রমিক।
সূত্রের খবর, জঙ্গিরা স্বয়ংক্রিয় রাইফেল থেকে অমৃতপাল ও রোহিতের উপর গুলি চালায়। এতে অমৃতপালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর সেনা-আধাসেনা এবং পুলিশের যৌথ বাহিনী গোটা এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে তল্লাশী অভিযান শুরু করেছে। আর রোহিতকে এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের শুরু থেকেই জঙ্গিরা কাশ্মীর উপত্যকায় অমুসলিমদের নিশানা করছে। এই পরিস্থিতিতে হিন্দু পণ্ডিত ও শিখদের একাংশ ফের উপত্যকা ছেড়ে চলে যেতে শুরু করেছেন। এছাড়া পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-এ-ইসলাম হিন্দু পণ্ডিতদের অবিলম্বে কাশ্মীর ছেড়ে যাওয়ার নির্দেশও দিয়েছে। জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা এবং পিডিপির মেহবুবা মুফতি এই দুই জন সংখ্যালঘু খুনের তীব্র নিন্দা করেছেন।