ব্যুরো নিউজঃ ফিলিপাইন্সঃ আজ ভোরবেলা আচমকা কেঁপে উঠল ফিলিপাইন্সের বাতানগাস অঞ্চল। রিখটার স্কেলে ৬.৭ মাত্রার কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের প্রবল কম্পনের জেরে এলাকার মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, কালাটাগন শহরের দক্ষিণ-পশ্চিমে ১৬ কিলোমিটার দূরের একটি অঞ্চলে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে এখনো অবধি এই ভূমিকম্পে কোনোরকম হতাহতের খবর নেই। কিন্তু ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে।
যদিও এই ভূমিকম্পের আফটার শকও অনুভূত হয়। রিং অফ ফায়ার অঞ্চলে থাকায় ফিলিপাইন্স হলো ভূমিকম্প প্রবণ দেশ। প্রায় প্রতি বছরই ফিলিপাইন্স বড়ো বড়ো ভূমিকম্পে কেঁপে ওঠে।