নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম-পূর্ব রাড়িয়াল বুথের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোটো ও পচা ডিম দেওয়ার অভিযোগ তুলে এলাকাবাসীরা সেখানকার কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে তাদের সামনে ডিম ছুঁড়লেন।
অভিযোগ উঠেছে যে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী লীলা দাস শিশুদের পাতে পচা ডিম দিয়েছেন। কিন্তু সে রাঁধুনির উপর দায় চাপিয়েছেন। এছাড়া সব সময় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হয়। প্রায় দুই মাস আগেও এক বার সেখানে কাঁচা ডিম এবং খারাপ খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল।
অভিভাবকদের দাবী, “বার বার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ জানাতে গেলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও তার ছেলে তর্ক শুরু করেন। এখন বাচ্চারা পচা এবং নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।”
কর্মী লীলা দাস জানান, “তাকে রাড়িয়াল ও সালালপুর গ্রামের দুইটি কেন্দ্রের দায়িত্ব সামলাতে হয়। গতকাল রাড়িয়াল সেন্টারের দায়িত্বে ছিলেন। এদিন সালালপুরের কেন্দ্রে যান। একটি দোকান থেকে ডিম কিনে নিয়ে আসার সময় ডিমগুলো যে পচা তা বোঝা যায়নি।
সকালবেলা ডিম সেদ্ধ করার সময় কয়েকটি ডিম ভেসে ওঠে বলে রাঁধুনি জানান। তবে পচা ডিম কোনো বাচ্চাকে দেওয়া হয়নি।” যদিও অভিভাবকরা তা মানতে রাজি হননি।