এলাকায় পর পর চুরির ঘটনাকে ঘিরে ত্রস্ত এলাকাবাসী
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের অভিযাত্রী পাড়া এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযাত্রী পাড়া এলাকার বাসিন্দা বিকাশ কুমার দেবের বাড়িতে দীপিকা ভৌমিক নামে একজন মহিলা ভাড়া থাকেন। বেশ কিছুদিন ওই মহিলার মা বাসন্তী ভৌমিক অসুস্থ থাকায় তারা এই মুহূর্তে তাদের দিদির বাড়িতে থাকেন। বাড়ি ফাকা থাকার সুযোগ নিয়েই গতকাল চোরের দল বিকাশবাবুর বাড়ির ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা, সোনা গহনা সহ বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়।

- Sponsored -
এরপরে বালুরঘাট থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, করোনা সংকট শুরু হওয়ার সময় থেকেই অভিযাত্রী পাড়া এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে। আর আবারো তেমনই চুরির ঘটনা ঘটায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকার বাসিন্দাদের দাবী, “প্রতি রাতে বালুরঘাট থানার সিভিক ভলেন্টিয়াররা এলাকা পাহারা দেন তারপরেও এই ধরনের চুরির ঘটনা কিভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী”।