নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল রাতেরবেলা হাওড়ার ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে বেশ কিছু দুষ্কৃতী এক ব্যবসায়ীকে চোখে লংকা গুঁড়ো ছুঁড়ে ৮০ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিলো। পরপর একই ছকে দু’বার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বীরেন্দ্র সাউ নামের ওই ব্যবসায়ী জানান, “রাত ৭ টা ৪৫ মিনিট নাগাদ দোকানের ঝাঁপ বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। হঠাত্ করে রাস্তায় তিন জন যুবক ঘিরে ধরে চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে লাথি মেরে রাস্তায় ফেলে দিয়ে টাকার ব্যাগ নেওয়ার চেষ্টা করে।
Sponsored Ads
Display Your Ads Here
ব্যাগের মধ্যে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে। এরপরই টাকা ও মোবাইল সহ বাইক অবধি ছিনতাই করে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে চম্পট দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর স্থানীয় বাসিন্দারা তাকে রাস্তা থেকে উদ্ধার করে বাঁকরার এক বেসরকারী নার্সিং হোমে ভর্তি করেন। এই ঘটনার পাশাপাশি সোমবার দুপুরে ডোমজুর থানা এলাকার বাঁকড়ায়ও এমনই এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
সেখানে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীরা মদের দোকানের এক কর্মচারীর চোখে লংকা গুঁড়ো ছিটিয়ে একই কায়দায় ১০ লক্ষ টাকা ছিনিয়ে নেয় পালিয়ে যায়। কিন্তু পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আপাতত ৬ লক্ষ টাকা উদ্ধার করে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই পদ্ধতিতে ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়ে এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেই বিষয়ে তদন্তে নেমেছে ডোমজুর থানার পুলিশ।