নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে বাঁশের সাঁকোর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল চলছে। কয়েকশো পরিবারের এটাই হচ্ছে যাতায়াতের একমাত্র পথ। অথচ এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু রাস্তার কাজ আর হয়নি। কিন্তু সেই কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠছে।
গ্রামবাসীদের দাবী, “দীর্ঘদিন ধরে ইমামনগর থেকে খোপাকাঠির মধ্যে তিনটি রাস্তা বেহাল। নদীর ওপরে স্থায়ী সাঁকো নেই। জীবনের ঝুঁকি নিয়ে ঝড়-জল বৃষ্টিতে বাঁশের অস্থায়ী সেতু নিয়ে তিনটি গ্রামের মানুষকে পারাপার হতে হয়”।
Sponsored Ads
Display Your Ads Here
অর্থ তছরুপের অভিযোগ সরাসরি বিডিও সহ বিভিন্ন প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এছাড়া রাস্তার কাজ না করে ভুয়ো মাস্টাররোল দিয়ে শাসকদলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই অভিযোগকে ভিত্তিহীন বলে ওই এলাকার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাকিনা বিবি স্বামী তথা তৃণমূল অঞ্চল সভাপতি জাকির হোসেন জানান, “এখনো কাজ শেষ হয়নি। বন্যার জল শুকালে বাকি কাজ করে দেওয়া হবে। নিজের স্বার্থের জন্য সেই ব্যক্তি এগুলো অভিযোগ করেছে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন”।
Sponsored Ads
Display Your Ads Here
এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরি বলেছেন, “আমার এই বিষয়টি জানা ছিল না। ওই কাজে কোনো অনিয়ম হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে”। যদিও বিডিও ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন।