নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া আলিপুরদুয়ারের জয়গা থানার ট্রাফিক এএসআই রতন করের দেহ গতকাল উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুুুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত জানা গেছে যে, ১লা ডিসেম্বর দুপুরবেলা কোচবিহারের বাসিন্দা রতনবাবু জয়গা থানা থেকে বাইকে চেপে হাসিমারা ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে নাকা পয়েন্টে আসার কথা ছিল। কিন্তু এরপর থেকেই কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। চার দিন থেকে বহু খোঁজাখুঁজির করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এশিয়ান হাইওয়ে বিচ বাগান এলাকায় জঙ্গলের মধ্যে বাইক সহ রতনবাবুর দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে আলিপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
হঠাৎ করে একজন পুলিশ আধিকারিক কিভাবে নিখোঁজ হয়ে যেতে পারে? তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তারপর এই মৃতদেহ উদ্ধার হওয়া নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়েছে।