ফের বনদপ্তরের হাতে ধরা পড়ল চিতা
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ ফের জলপাইগুড়ির নাগরাকাটার ভগতপুর চাবাগানে খাঁচায় বন্দি হলো একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর চিতাবাঘটিকে দেখতে জমায়েত হন উৎসুক স্থানীয়রাও।
গত বৃহস্পতিবারও একই এলাকা থেকে চিতাবাঘ ধরা পড়েছিল। সেদিন রাতেরবেলাই খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিলেন। এদিন ভোরে আবারও বনদপ্তরের পাতা ফাঁদে চিতাবাঘটি পা ফেলে। এরফলে চিতাবাঘটি খাঁচায় আটকা পড়ে যায়। এদিন সকালেই বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা নিয়ে যায়।
খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক জানিয়েছেন যা, “সেখানে চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে”।