নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের ১ নম্বর ব্লকের হাঁড়িভাঙা এলাকায় পারিবারিক অশান্তির জেরে নিজের ছেলের গলার নলি কেটে খুন করলো স্বয়ং মা-বাবা। এছাড়া এই খুনে নিহতের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ উঠেছে। মৃতের নাম জয়ন্ত কুমার সরকার।
নির্মম এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে পৌঁছায়। এরপরই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, এই পুরো ঘটনাটি জয়ন্তের অপর এক ভাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেখানে তিনি জানান, গতকাল রাতে তার ভাই জয়ন্ত কুমার সরকারকে তার বাবা তপন সরকার এবং ছায়ারানি সরকার ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন। এই ঘটনায় জয়ন্তের এক ভাই ও তার স্ত্রীও জড়িত আছেন।
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ বলেছেন, ”নিহত এবং অভিযুক্তরা সকলেই একই পরিবারের। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পারিবারিক ঝামেলার জেরেই জয়ন্তকে গলা কেটে খুন করা হয়েছে”।
এই ঘটনায় পুলিশ ৪ জন অভিযুক্তকেই আটক করেছেন। মা-বাবার এ হেন নৃশংস অপরাধে স্তম্ভিত প্রতিবেশীরা সহ পরিবারের আত্মীয়-পরিজন।