নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, উত্তরাখণ্ডে দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড সরকার কোনো রকম ঝুঁকি না নিয়ে কেদারনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল থেকে রুদ্রপ্রয়াদে তাপমাত্রা নামতে শুরু করে। রবিবারে তুষারপাতও হয়েছে। চরম আবহাওয়ার মধ্যেও পুণ্যার্থীদের ভিড় কমেনি। এর উপরে দু’দিন বৃষ্টিপাতের সতর্কতা জারি করায় পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কায় আগেভাগেই কেদারনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুদ্রপ্রয়াগের সিও প্রমোদ কুমার বলেন, “যে সব পুণ্যার্থী হেঁটে কেদারনাথে যাচ্ছেন তাদের আপাতত যেতে নিষেধ করা হয়েছে। হোটেলে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আর গুপ্তকাশী থেকে আসা পাঁচ হাজার পুণ্যার্থীকে আটকে দেওয়া হয়েছে। এছাড়া হেলিকপ্টার পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।”