নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ স্ত্রী বিবাহবিচ্ছেদের নোটিশ পেতেই স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দেওয়ার হুমকি দেন স্বামী। এছাড়া সেই সব ছবি ফেসবুকে ছেড়েও দিয়েছেন। এতে ওই তরুণী সামাজিকভাবে অসম্মানিত হয়েছেন বলেও পুলিশে অভিযোগ করেছেন। এই ঘটনা নিয়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, কামাল শেখের বাড়ি মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায়। চলতি বছরের মার্চ মাসে রেজিস্ট্রি করে এলাকার ২০ বছর বয়সী ওই তরুণীকে বিয়ে করে। কিন্তু এখন কামাল মন্তেশ্বর কলেজে পড়ে। তবে সে নিজেকে উচ্চশিক্ষিত বলে জানিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বিয়ের পর ওই তরুণী বাপের বাড়িতেই থাকতেন। কিছু দিন যাওয়ার পর জানতে পারে, কামাল বিদ্যালয়ের গণ্ডিও পেরোয়নি। নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা কথা বলে বিয়ে করেছে। তাই কামালকে ডিভোর্সের নোটিশ পাঠাতেই সে ওই তরুণীর বাড়িতে হাজির হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি যে সব আপত্তিকর ছবি তুলে রেখেছিল সেগুলি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এমনকি হুমকি মতোই সেই সব ছবি ফেসবুকে ছেড়ে দিয়েছে। এই ঘটনায় অপমানিত বধূ কামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
Sponsored Ads
Display Your Ads Here