নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ মেদিনীপুরের পিংলা থানার পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হলো পরিবারের ছোটো ছেলের ঝুলন্ত দেহ। ৩৬ বছর বয়সী মৃত অভিজিৎ সামন্ত পেশায় একজন পিংলা থানার সিভিক ভলান্টিয়ার। জীবনবিমার এজেন্ট হিসেবেও কাজ করতেন।
এর পাশাপাশি সম্প্রতি ইমারতি ব্যবসাও শুরু করেছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ বাড়িতে মা-বাবা, স্ত্রী, পাঁচ বছর বয়সী মেয়ে ও দাদা-বৌদিকে নিয়ে থাকতেন। স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। অভিজিৎ এলাকায় হাসিখুশি এবং কর্মচঞ্চল হিসেবেই পরিচিত। কিন্তু সেই ছেলে কেন আত্মঘাতী হলো সেই প্রশ্ন বার বার উঠছে।
বাড়ির পোষ্য কুকুর ইচির তারস্বরে চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে অভিজিৎ এর ঝুলন্ত দেহ দেখতে পায়। পরিবারের সদস্যরা বলছেন, “ওই ইমারতি ব্যবসাই কাল হয়েছে। অনেককে ধারে ইমারতি সামগ্রী দিলেও প্রায় ৮ লক্ষ টাকা ফেরত পাচ্ছিল না। সেই অবসাদেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আগেও বেশ কয়েকবার মৃত্যুর ইচ্ছের কথা বলতেও শোনা গেছে”।