নিজস্ব সংবাদদাতাঃ ডুয়ার্সঃ গতকাল ডুয়ার্সের মেটলি চা বাগানের ২১ নম্বর সেকশনে একটি লুপ্তপ্রায় হিমালয়ান ব্ল্যাক বিয়ার এসে শ্রমিকদের উপর হামলার চেষ্টা করলে শ্রমিকেরা ভয়ে পালিয়ে যায়।
এরপর কৌতূহলী শিশুরা সেই ভালুককে দেখার জন্য চা বাগানে এসে জমায়েত হয়েছিল। কিন্তু আচমকা ওই ভিড়ের মধ্যে ভালুকটি শিশুদের উপরে হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই দশম শ্রেণীর বিদেশ খালকো ওরফে ইলিয়াস নামে একজন ছাত্র মারা যায়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ১৬ বছর বয়সী ওই ছাত্রটি মারা যাওয়ার পর গ্রামবাসীরা ওই ভালুকটিকে তাড়া করে লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা ব্যাপক উত্তেজিত হয়ে পড়ে। অবশেষে পরিস্থিতি আয়ত্তে আনতে বনকর্মী সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code