নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের ভরতপুরে আমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ভরতপুরের পাঁচটি গ্রামের শতাধিক শিশু মিহিদানা খেয়ে অসুস্থ হয়ে পড়ায় গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিশুরা পাঁচটি গ্রামের একজন হকারের কাছ থেকে মিহিদানা কিনে খেয়েছিল। কিন্তু মিহিদানা খাওয়ার পর থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যাবেলা নাগাদ ওই শিশুদের অনেকেরই পেটব্যথা শুরু হয়। আবার বহু শিশু বার বার ঘুমিয়ে পড়ছে বলেও অভিযোগ উঠেছে।
এরপর অসুস্থ শিশুদের ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভরতপুর থানার পুলিশ আপাতত এই ঘটনার তদন্তে নেমেছে। এমনকি ওই মিহিদানার নমুনাও সংগ্রহ করা হয়েছে।