অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আচমকা আজ সকালবেলা কলকাতার রাজাবাজারের নির্মীয়মান একটি বহুতল থেকে এক যুবককে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা গেল। পথ চলতি মানুষ রাস্তার মোড়ে প্রকাশ্যে এমন এক দৃশ্য দেখে রীতিমতো চমকে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রামিজ রাজা। বয়স ৪৫ বছর। বাড়ি নারকেলডাঙা এলাকায়। এর আগেও রামিজবাবু আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সকালে তিনি ওই নির্মীয়মান বহুতলের ছাদে ওঠার চেষ্টা করেন। কিন্তু তখন আটকে দেওয়া হয়। এরপর কোনো সময়ে সুযোগ পেয়ে পুনরায় ওই নির্মীয়মান বহুতলে ঢুকে ছাদে উঠে গলায় ফাঁস দিয়ে ঝাঁপ দেয়।
তারপর সকাল ১০ টা নাগাদ রামিজের দেহটি ঝুলতে দেখা যায়। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল আধিকারিকরা এসে রামিজের দেহ উদ্ধার করে নিয়ে যায়। নারকেলডাঙা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান রামিজ আত্মঘাতী হয়েছে। যদিও এটি খুন না আত্মহত্যা সেই বিষয়ে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।