শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেই ক্ষোভ উগরে দিলেন আগামীর শিক্ষকরা
পিঙ্কি পালঃ কলকাতাঃ চাকরীর দাবীতে আজ স্কুল সার্ভিস কমিশনের চাকরীপ্রার্থীরা নাকতলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। ‘পাশ করেছি, চাকরী কই?’ মুখে এই শ্লোগান তুলে প্লাকার্ড হাতে বিক্ষোভে ফেটে পড়েন এই চাকরীপ্রার্থীরা। এমনকি তারা বিক্ষোভরত অবস্থায় শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে একেবারে শুয়ে পড়েন।
২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক হিসাবে যোগ্যতা প্রমাণ করার পরও ২৫০০ জন হবু শিক্ষক নিয়োগপত্র পাননি। যার জেরেই আজকের এই বিক্ষোভ মিছিল।
ঘটনাটি জানতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। প্রথমে পুলিশের সাথে তাদের বচসা শুরু হয়। আর সেই বচসা পরবর্তীতে ধাক্কাধাক্কি পর্যায়ে পৌঁছে যায়। চাকরীপ্রার্থীদের অভিযোগ, পুলিশ রীতিমত তাদের বলপ্রয়োগ করে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে থেকে সরিয়ে দেন। কিন্তু অনেকেই পুলিশী বেড়াজাল অতিক্রম করে শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে স্মারকলিপি দিয়ে আসেন। তবে তাঁর বাড়ি থেকে বেরোনোর পর তারা পুলিশের কাছে প্রহৃত হন। এমনকি প্রায় ৫০ জন চাকরীপ্রার্থীকে টেনে হিঁচড়ে নিয়ে পুলিশ ভ্যানে তুলে দেওয়া হয়। তাতে আহত হয়েছেন মোট ৫ জন।