নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ ভোরবেলা রাজধানীর হর্ষবিহারের একটি কাগজের কারখানায় ভয়াবহ আগুনের জেরে এলাকাময় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষণিকের মধ্যেই এই আগুন হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়্তে থাকে। এরপরই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১৬ টি ইঞ্জিন নিয়ে উপস্থিত হয়।
তবে এই ঘটনার কারণে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কিন্তু এই অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।