নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ স্বামী-স্ত্রীর বিবাদ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এম এ শাহ ও বিচারপতি এ এস বোপন্নার বেঞ্চ রায় দিয়েছে যে, সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের দায়িত্ব বাবারই থাকবে। স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটলেও সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতেই এই রায় দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় সেনার এক অফিসার এবং তার স্ত্রীর বিচ্ছেদের পরে সন্তানের দায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছিল। ২০০৫ সালে ওই সেনা আধিকারিকের বিয়ে হয়। ২০১১ সাল থেকে ওই দম্পতি দাম্পত্য বিবাদের কারণে আলাদা থাকতে শুরু করেন। এরপর বিবাদ-বিচ্ছেদ ঘটে।
১৪২ ধারা প্রয়োগ করে বিবাহ বিচ্ছেদের পরে হাইকোর্টের তরফ থেকে সন্তানের ভরণপোষণের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। ২০১৯ সালে আচমকা ওই সেনা আধিকারিক শিশু সন্তানের ভরণপোষণের খরচ দেওয়া বন্ধ করে দেন।
স্ত্রী এর প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চ ১৪২ ধারা (প্রকৃত ন্যায়বিচারের অধিকার) প্রয়োগ করে সশ্লিষ্ট ব্যক্তিকে সন্তানের ভরণপোষণের খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে। কারণ সন্তানের বাবার সমমানের জীবনযাপনের অধিকার আছে।