নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ছেলেকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করে আত্মঘাতী স্বয়ং বাবা। যা এক অবিশ্বাস্যকর ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫৫ বছর বয়সী পার্থ রায়ের ছেলে সুভাষ রায় মানসিক ভাবে সুস্থ ছিল না। তাই পার্থবাবু সুভাষের দেখাশোনার জন্য সব সময় থাকতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে বাড়ির সদস্যরা খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। এরপর সকালবেলা ঘর থেকে বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দীর্ঘ দিন থেকে পার্থবাবু সুভাষের শারীরিক অবস্থার জন্য মানসিক অবসাদে ভুগতে থাকায় বাধ্য হয়ে সুভাষেরর জন্য কেনা বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন।
এরপর রাতেরবেলা ছেলে তা খেয়ে অচেতন হয়ে পড়লে তিনি গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করে নিজেও ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। তবে গোটা বিষয়টি অনুমানের ভিত্তিতে থাকায় পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করার পাশাপাশি প্রতিবেশী সহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।