নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ গতকাল গভীর রাতেরবেলা আলিপুরদুয়ারের ধূপগুড়ি ব্লকের মাগুরমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নীরঞ্জনপাঠ এলাকায় হাতির হামলায় দু’টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে। জানা গিয়েছে যে, এদিন গভীর রাতেরবেলা হাতিটি সোনাকালি পার্শ্ববর্তী জঙ্গল থেকে বের হয়ে নিরঞ্জন পাটের বাবু পাড়া এলাকায় হানা দেয়। এরপর স্থানীয় চন্দন শর্মা ও লক্ষীকান্ত রায়ের বাড়িতে হাতি হামলা চালায়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
দুটি বাড়ি একেবারে ভেঙে দেয়। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে যে এই নিয়মানুযায়ী আবেদন করলে এই ক্ষতিপূরণ অবশ্যই পাওয়া যাবে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code