চয়ন রায়ঃ কলকাতাঃ করোনা পরিস্থিতির জেরে চলতি বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে। কিন্তু পরীক্ষার ফলাফল কীভাবে হবে সেই নিয়ে নানা জল্পনা চলছিল।
এবার এই প্রসঙ্গে পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, “পরীক্ষার্থীদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল ও দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মার্কর্শিট তৈরী হবে। ৫০-৫০ শতাংশের বিচারে এই মার্কশিট হবে। নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরীক্ষায় বসতে পারবেন। এক্ষেত্রে এই পরীক্ষার ফলাফলই চূড়ান্ত হিসাবে গণ্য হবে”।
সংসদের পক্ষ থেকে চেয়ারপার্সন মহুয়া দাস উচ্চমাধ্যমিকের মূল্যায়ণ পদ্ধতি জানিয়েছেন। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ২০১৯ সালের মাধ্যমিকের চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ। ২০২০ সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের ৬০ শতাংশ এছাড়া দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্টের নম্বর দিয়ে মার্কশিট তৈরী হবে।
যদিও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল একসঙ্গে ঘোষণা করার তেমন কোনো সম্ভাবনা যে নেই তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি।