চয়ন রায়ঃ কলকাতাঃ ১ লা জুন থেকে মাধ্যমিক ও ১৫ ই জুন থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের জন্য আগেই রাজ্যে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। এরপর করোনা মহামারীর বাড়বাড়ন্তের জেরে রাজ্য জুড়ে লকডাউন চলছে। তাই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা সহ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা দীর্ঘ কয়েকদিনের আলোচনার পর আজ বিকাশ ভবনে সাংবাদিকদের বৈঠকের মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “অতিমারীর সময় ১০০ বছরে একবার আসে। আমরা পরীক্ষার্থীদের জন্য চিন্তিত। সংসদের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। পরীক্ষা বাতিল করার কোনো পরিকল্পনা নেই। খুব শীঘ্রই পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য পরীক্ষার বিস্তারিত সূচী জানানো হতে পারে। যদিও লকডাউন চলা পর্যন্ত কোনো পরীক্ষা নেওয়া হবে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই পরীক্ষা হবে। আমরা আশাবাদী এই অতিমারী দ্রুত কমে যাবে”।
এর পাশাপাশি রাজ্য সরকার রাজ্যের যত বিদ্যালয় আছে সেখানে সেফ হোম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়াও হয়েছে।