মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ ভোর ৩ টের সময় উত্তর চব্বিশ পরগণার নিউ ব্যারাকপুরের একটি গেঞ্জি কারখানা ও ওষুধের দোকানে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীরা গেঞ্জি কারখানা এবং ওষুধের দোকানে কালো ধোঁয়া বের হতে দেখে দমকল কর্মীদের খবর দেন। প্রাথমিকভাবে এলাকাবাসীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে দমকল কর্মীরা ১০ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে না আসলে আরো ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে আসা হয়। এছাড়া এই তীব্র আগুন নিয়ন্ত্রণে আনতে রোবট ফায়ার ফাইটারও নামানো হয়েছে।
প্রাথমিক ভাবে দমকল বাহিনীরা মনে করছেন, গেঞ্জি কারখানা ও পার্শ্ববর্তী ওষুধের দোকানে থাকা দাহ্য বস্তুর জেরেই এই ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে। তবে গেঞ্জি কারখানায় প্রায় চার জন আটকে পড়েছেন। ইতিমধ্যে ওই চার জনকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু উপস্থিত হন। সুজিত বসু বলেছেন, “অনেক ভয়াবহ আগুন। রাত থেকে কাজ করা হয়েছে। পরিস্থিতি আয়ত্তে আনার সবরকম চেষ্টা চালানো হচ্ছে। রোবট নামিয়ে ফায়ার ফাইটিং করা হচ্ছে। ৫০ হাজার স্কোয়্যারফিট এলাকায় আগুন লেগেছে”।