চয়ন রায়ঃ কলকাতাঃ ট্রাক চালকের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগে বড়বাজার থানার পুলিশের হাতে দু’জন পুলিশ কর্মী গ্রেপ্তার হলো। ধৃত পুলিশ কর্মীরা পার্কসার্কাস ট্রাফিক গার্ডের কর্মী শেখ আকবর ও পুলিশের গাড়ি চালক শেখ জামির মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ আকবর এবং শেখ জামির কলকাতার ওসি বা অ্যাডিশনাল ওসিরা যে লাল গাড়ি ব্যবহার করেন সেই গাড়ি নিয়ে মধ্য কলকাতার আর্মেনিয়ান স্ট্রিট ক্রসিংয়ে শেখ আকবর এবং শেখ জামির দাঁড়িয়ে চেকিং করছিলেন। আর একের পর এক ট্রাক দাঁড় করিয়ে নথিপত্র দেখা ছাড়াও নানা প্রশ্ন করতে শুরু করেন। আবার কাউকে মিথ্যা কেস দিয়ে টাকাও নেন।
এরকমই একজন ট্রাক চালকের কাছ থেকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য নথিপত্র এছাড়া চালকের সাথে থাকা ৫ হাজার টাকা ও সোনার গয়নাও হাতিয়ে নিয়ে দু’জনে পালিয়ে যান।
এরপর ট্রাক চালক বড়বাজার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। আর অভিযোগের কথা শুনতেই বড়বাজার থানার একটি দল ওই চালককে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই দেখা যায়, পার্ক সার্কাস ট্রাফিক গার্ডের গাড়ি নিয়ে ওই সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের গাড়ির চালক একের পর এক গাড়ি দাঁড় করিয়ে জুলুমবাজি শুরু করে।
তারপর পুলিশ শেখ আকবর ও শেখ জামিরকে গ্রেপ্তার করে জামিন অযোগ্য ধারায় লুঠপাটের মামলা দায়ের করে। এর পাশাপাশি ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।
আজ ধৃতদের শেখ আকবর এবং শেখ জামিরকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। বড়বাজার থানার পুলিশ আদালতে অপরাধীদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।