অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল প্রিন্স আনোয়ার শাহ রোড লাগোয়া বড়বাগান বস্তি এলাকায় এলাকা দখলকে ঘিরে দফায় দফায় সংঘর্ঘ চলে। এই সংঘর্ষের জেরে আহত হয়েছেন মোট ৫ জন। এদের মধ্যে দু’জন অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত ভাবে ওই এলাকায় সাট্টা ও জুয়ার কারবার সহ তোলাবাজিও চলে। প্রায়শই দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে বিবাদে লিপ্ত হয়। গতকালও রাতেরবেলা প্রায় ২ টো অবধি ইট-বাঁশ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। আর দুই দুষ্কৃতী দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হতেই অশান্তি চরমে পৌঁছায়।
এরপর পুলিশের কাছে খবর দেওয়া হলে গল্ফ গ্রিন, টালিগঞ্জ, যাদবপুর এবং চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশ আসতেই দুষ্কৃতীরা তেড়ে যায়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় লালবাজার থানায় খবর দেওয়া হয়। লালবাজার থানার পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে পরে র্যাফ নামিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।