চয়ন রায়ঃ কলকাতাঃ চলতি বছর কলকাতা বইমেলা ৩১ শে জানুয়ারীর পরিবর্তে আগামী ২৮ শে ফেব্রুয়ারী থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হবে। বইমেলার আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, করোনা আবহের কারণে রাজ্যের চারটি পুরনিগমের ভোট ২২ শে জানুয়ারী থেকে পিছিয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারী করা হয়েছে। আর ১৫ ই ফেব্রুয়ারী গণনার দিন পর্যন্ত সেখানে নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকবে। এর মধ্যে বিধাননগর পুরনিগমও রয়েছে। তাই এই পরিস্থিতিতে বইমেলার আয়োজন হলে নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গের সম্ভাবনা থাকায় বইমেলা পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে ২০২০ সালে শেষ আন্তর্জাতিক কলকাতা বইমেলা হয়েছিল। কারণ ২০২১ সালে করোনা পরিস্থিতির মধ্যে বইমেলা হতে পারেনি। ফলে চলতি বছর কোভিড বিধিনিষেধ মেনে ২৮ শে ফেব্রুয়ারী থেকে এই বইমেলার আয়োজন করা হবে। যার জন্য দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন বইপ্রেমীরাও।