নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা আদালত এক জন বন্দিকে খুনের দায়ে ১৫ জন বন্দির মৃত্যুদণ্ডের দিয়েছে।
সরকারী আইনজীবী রাজীব কুমার জানান, “অতিরিক্ত জেলা বিচারক রাজেন্দ্র কুমার সিংহ ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ১২০ বি (ফৌজদারী ষড়যন্ত্র) ধারায় ১৫ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। আর এই ঘটনায় জড়িত আরো সাত জনকে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।”
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৫ শে জুন জামশেদপুরের ঘাঘিডি সেন্ট্রাল জেলে বন্দিদের দু’টি দলের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় মনোজকুমার সিংহ সহ দুই জন বন্দি গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মনোজের মৃত্যু হয়। পারসুডি থানায় এই সংঘর্ষ নিয়ে একটি মামলা রুজু করা হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে দুই জন জেল থেকে ফেরার হয়ে গিয়েছে। ফলস্বরূপ রাজ্য পুলিশের ডিজিকে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ওই দুই জন সাজাপ্রাপ্ত আসামীকে শীঘ্র আদালতে উপস্থিত করাতে হবে।