চয়ন রায়ঃ কলকাতাঃ ঘুষ কাণ্ডে লোকসভার এথিক্স কমিটির সুপারিশে আজ মহুয়া মৈত্র সাংসদ পদ হারালেন। এরপর সাংসদ পদ খোঁয়ানো মহুয়া মৈত্র লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর সংসদের বাইরে হুঙ্কারের সুরে জানান, ‘‘লোকসভার এথিক্স কমিটিতে এথিক্স বলে কিছু অবশিষ্ট নেই। তারা সব নিয়ম ভেঙে ফেলেছে। এমন একটা কারণে আমাকে বহিষ্কার করা হলো, যা লোকসভার সকল সদস্যের মধ্যে প্রচলিত একটি অভ্যাস।
আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি বা কোনো উপহার নিয়েছি তার কোনো প্রমাণ নেই।’’ এছাড়া বলেন, ‘‘যদি মোদী সরকার ভেবে থাকে, আমাকে এভাবে চুপ করিয়ে তারা আদানি ইস্যু থেকে মুক্তি পাবে, তবে ভুল ভাবছে। এই ঘটনার শেষ দেখে ছাড়বো। আগামী ত্রিশ বছর লোকসভার ভিতরে-বাইরে লড়াই চালাবো। এবার আমার কাছে সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) আসবে। ছ’মাস আমাকে সিবিআই দিয়ে হেনস্থা করা হবে।’’
প্রসঙ্গত, এদিন লোকসভায় তৃণমূল, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের তরফে মহুয়া মৈত্রকে নিজের বক্তব্য জানানো এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অনুরোধ না রেখে অতীতের দৃষ্টান্ত টেনে বলেছেন, ‘‘আগেও এই ধরনের ঘটনায় অভিযুক্ত সদস্য কিছু বলার সুযোগ পাননি।’’ পাশাপাশি বিজেপির যুক্তি ছিল, ‘‘আগে মহুয়া মৈত্র আগে নিজের কথা বলার সুযোগ পেয়েছিলেন।
তবে তখন তিনি সভাকক্ষ থেকে ওয়াক আউট করে বেরিয়ে যান।’’এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে সমর্থন করে জানিয়েছেন, ‘‘মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। এক জন মহিলাকে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে হেনস্থা করেছে তাতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দল মহুয়ার পাশে ছিল, আছে। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি প্রমাণিত।’’