Indian Prime Time
True News only ....

ফের মেট্রো লাইনে ঝাঁপ দিলেন ১ জন ব্যক্তি

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা ৮টা ৫০ মিনিটে রবীন্দ্র সদন স্টেশনে দমদমমুখী একটি মেট্রো ঢোকার সময়ে আপ লাইনে ঝাঁপ দেন ৩০ বছর বয়সী ১ জন ব্যক্তি। তবে সঙ্গে সঙ্গে মেট্রো থামিয়ে আপৎকালীন দরজা খুলে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

আপাতত রবীন্দ্র সরোবর থেকে চাঁদনী চক অবধি মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। আপ-ডাউন লাইনে চারটি মেট্রো দাঁড়িয়ে রয়েছে। আর কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত ও সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর স্টেশন অবধি মেট্রো পরিষেবা সচল রয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “পাওয়ার ব্লক অর্থাৎ বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করে রবীন্দ্র সদন স্টেশনের ওই অংশে কাজ চলছে।” কিন্তু ঝাঁপ দেওয়া ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে না, উদ্ধার করলেও জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে মেট্রো না পেয়ে অনেকেই বৃষ্টি মাথায় নিয়ে বাস-গাড়িতে করে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করেন। আবার যারা চাঁদনী চকের মতো স্টেশনের ভিতরে ছিলেন তাদের পরিষেবা বন্ধের কথা জানিয়ে অন্য গেট দিয়ে বার করে আনা হয়। প্রসঙ্গত, প্রায়শই মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার ঘটনা ঘটে থাকে। এর জেরে নিত্য যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। কিন্তু এরপরও মেট্রো কর্তৃপক্ষ এই ধরণের ঘটনা রুখতে কোনো পদক্ষেপ করতে পারছেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored