চয়ন রায়ঃ কলকাতাঃ আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন।
টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি ছিলেন প্রকৃত নেতা, যিনি ঐক্যবদ্ধতায় বিশ্বাস করতেন। আমরা আজকের দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালন করছি। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার সারা বছর উৎসব উদযাপনের জন্য একটি কমিটি গঠন করেছে। নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে রাজারহাটে আজাদ হিন্দ ফৌজের নামে স্মৃতিসৌধ তৈরি হবে। নেতাজির নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। যার সম্পূর্ণ ব্যয়ভার রাজ্য সরকার বহন করছে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে রাজ্য সরকার”।
এর পাশাপাশি ট্যুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী জা্নিয়েছেন, “এবার ২৬ শে জানুয়ারী কুচকাওয়াজেও নেতাজিকে স্মরণ করা হবে। এদিনের ট্যুইটে ফের কেন্দ্রের কাছে নেতাজির জন্মজয়ন্তীকে জাতীয় ছুটির দিবস ঘোষণা করার দাবী জানান মমতা বন্দ্যোপাধ্যায়”।