মিঠু রায়ঃ কলকাতাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির মিটিংয়ের পর শিক্ষা নিয়ে এক বড়ো ঘোষণা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “পুজোর ছুটির পর স্কুল খোলার চেষ্টা করব। একদিন অন্তর একদিন বিদ্যালয় খোলা যেতে পারে”।
করোনা পরিস্থিতির জেরে অতিমারীর কারণে দীর্ঘদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। চলতি বছরও মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। তবে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই পুজোর পর পরিস্থিতি বুঝে বিদ্যালয় খোলা হতে পারে। কিন্তু কোন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় আসবে তা নিয়ে এখনো কোনো পরিকল্পনা করা হয়নি।
Sponsored Ads
Display Your Ads Hereএদিন নবান্নে গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক চট্টোপাধ্যায়ের পাশাপাশি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব গোপালিকা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Hereমমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ঘোষণার পর পড়ুয়া সহ অভিভাবকদের কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস পড়েছে।