বাপি রায়ঃ কলকাতাঃ করোনা সংক্রমণের জেরে গত দু’বছর ২১ শে জুলাইয়ের সমাবেশ হয়নি। কিন্তু এবার সেই সমাবেশ হচ্ছে। সেই সমাবেশ সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তা প্রকাশ করলেন। সেই ভিডিও বার্তায় সমাবেশ সফল করতে সহযোগীতার আহ্বান ও আবহাওয়া নিয়ে সর্তকতার বার্তা দিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আগামীকাল আমাদের ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। এই দিনটির সাথে আমাদের আবেগ ও স্বজনরা জড়িত। মা-মাটি মানুষ জড়িত। আমাদের শহিদ তর্পণ— মা মাটি মানুষকে উৎসর্গ করা। আমরা সবটাই ২১ শে জুলাইকে ঘিরে করি।’’
২১ শে জুলাইয়ের সমাবেশের দিন ঝড়-বৃষ্টি হয় বলেও আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘এই সময় আবহাওয়া ভালো থাকে না। প্রচণ্ড ঝড়, জল-বৃষ্টি হয়। এর মধ্যে আমাদের লাখো লাখো কর্মী নিজেদের চেষ্টায় সমাবেশে এসে উপস্থিত হন। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ শে জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান।
সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তারা আসুন। যারা আসতে পারবেন না, তারা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন।’’ কলকাতামুখী কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছেন,‘‘আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণ ভাবে নিজেরা নিজেদের সাথে সহযোগীতা করে, প্রশাসনের সাথে সহযোগীতা করে আসুন।
যারা গাড়িতে আসবেন, তারা হুড়োহুড়ি করবেন না। যাতে তাড়াতাড়ি করতে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে। মানুষের প্রাণ বাঁচে। মানুষকে সহযোগীতা করার জন্য সবাইকে সাবধান করছি। যারা দূরদূরান্ত থেকে আসবেন, তারা যতক্ষণ বাড়ি না যাবেন, তাদেরকে সকলে সহযোগীতা করবেন।’’
‘‘সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন জগতের সবার কাছে প্রার্থনা করব, আসুন সবাই ২১ শে জুলাইকে প্রত্যক্ষ করি। ২১ শে জুলাই সমাবেশ, ২১ মানেই আন্দোলন, ২১ মানেই ভাষা, ২১ মানেই পথের স্বপ্ন, ২১ মানেই দিশা। ২১ আনে নতুন ভোর, ২১ আমাদের মনের জোর। ২১ ফিরে আসুক বার বার। আসুন আবার ২১ জুলাইকে ফিরে দেখি আবার।’’