নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশ জুড়ে টীকার ঘাটতির কথা ভেবে কেন্দ্রীয় সরকার ৫০ লক্ষ করোনা টীকার রপ্তানি বন্ধ করলো।
পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে ব্রিটেনকে ৫০ লক্ষ কোভিশিল্ড দেওয়ার কথা ছিল। আর এই নিয়ে সেরাম ইনস্টিটিউট কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে অনুমতিও চেয়েছিল। কিন্তু আজ কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি সেই আবেদন খারিজ করে দেয়।
Sponsored Ads
Display Your Ads Hereঅবশ্য কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কংগ্রেস দেরীতে ঘুম ভাঙা বলে কটাক্ষ করেছে। কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনুসিংভি প্রশ্ন তুলেছেন, “এর আগে যখন ৬.৬ কোটির বেশী টীকা ৯৩ টি দেশে রপ্তানী করা হয়েছিল তখন কেন্দ্রের এই বোধ কোথায় ছিল?” আর এবার ‘ভ্যাকসিন মৈত্রী’ হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় সরকার নিজের অবস্থান বদলালো কেন?” তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
আজ এই প্রসঙ্গে অভিষেক একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন, “এর আগে কেন্দ্রীয় সরকার ‘প্রতিষেধক মৈত্রী’ প্রকল্পে যে ৯৩ টি দেশকে ৬ কোটি ৬০ লক্ষ টীকা তাদের ৬০% করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ভারতের থেকে অনেক কম”।