নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো নভি মুম্বইয়ের উলভে এলাকা। সেখানে একটি সাদা রঙের এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে একের পর এক পথচারীকে ধাক্কা মেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের নীচে ঢুকে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আর গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।
জানা গিয়েছে, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বাইককে ধাক্কা দেওয়ার পর পথচারীদের ধাক্কা মারে। এরপর গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দুমড়ে-মুচড়ে ঢুকে যায়। এতে গাড়ির সামনের অংশ ট্রাকের নীচে আটকে গিয়েছিল। তবে সৌভাগ্যবশত গাড়ির চালক বেঁচে যান।
Sponsored Ads
Display Your Ads Here
বিকট আওয়াজ ও চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের সকলে ছুটে গিয়ে দেখেন, রাস্তায় চার জন পথচারী পড়ে রয়েছেন। যার মধ্যে এক জন ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল। এরপর রক্তাক্ত অবস্থায় এক জন পথচারী এবং দুই বাইকআরোহী জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়ি চালককে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, “এই ঘটনায় প্রমোদ সিংহ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here