নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ গতকাল ডুয়ার্সের নাথুয়া রেঞ্জের অন্তর্গত গধেয়ারকুঠি বিটের জলঢাকা নদী সংলগ্ন এলাকায় বনকর্মীরা টহলদারির সময় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করেন।
বনকর্মীরা মনে করছেন যে, হাতির সাথে লড়াইয়ে ওই চিতাবাঘের মৃত্যু হয়েছে। ওই চিতাবাঘটির ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। গভীর জঙ্গল থেকে ওই পূর্ণবয়স্ক চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার হয়।
যদিও বন দপ্তরের আধিকারিকদের তরফ থেকে এলাকায় নজরদারি আরো জোরালো করা হয়েছে।