নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূ্মের সাঁইথিয়ার দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের পুনুর গ্রামে সালিশি সভার নির্দেশ না মানায় এক দম্পতিকে প্রচণ্ড মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্বপন সাহা ও মাম্পি সাহার আত্মীয়দের সাথে একটি পারিবারিক অশান্তি চলছে। আর এই অশান্তির নিষ্পত্তি ঘটাতে পঞ্চায়েতের উপপ্রধান ডাবলু টুডু প্যাডে নোটিশ দিয়ে স্থানীয় একটি প্রথমিক বিদ্যালয়ের মাঠে সালিশি সভা ডাকেন।
এই সালিশি সভায় দেরিয়াপুর পঞ্চায়েতের প্রধান মিঠু বিত্তলের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা রঞ্জিত বিত্তাল এবং তৃণমূল নেতা গৌতম পাল, পীযূষ পাল সহ অন্যান্য কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
এরপর স্বপনবাবু ও মাম্পি দেবী ওই সালিশি সভার বিচার সঠিক না হওয়ায় বিচার মানতে চাননি। এর ফলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে বেধড়ক মারধর করা হয়। তারপর ওই দম্পতি এই ঘটনায় সাঁইথিয়া থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই বিষয় কোনোরূপ মন্তব্য করতে চাননি।