দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ মালদায় যুব নেতার বাড়ি ভাঙচুরের পাশাপাশি যুব নেতার গাড়ির উপর হামলা চালানো হয়। গাড়ির উপর চলে দেদার ইট-পাটকেল বৃষ্টি।
https://www.youtube.com/watch?v=J1KrrYMYVlk
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। জানা যায়, মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মানিকচকের যুব নেতা সৈয়দ রেজাউল আলী পশ্চিম নারায়ন পুর এলাকার ১০৭ নম্বর বুথ মহেন্দ্রটোলা এলাকায় বুথ পরিদর্শনে যাচ্ছিলেন।
https://www.youtube.com/watch?v=GaRTiFlxzR0
Sponsored Ads
Display Your Ads Hereঅভিযোগ ওঠে, সেই সময় সৈয়দ রেজাউল আলীর গাড়ির ওপর জনা শয়েক বিজেপি কর্মী হামলা চালায়। এই হামলার ঘটনায় তাঁর গাড়ির চালক আহত হন। কিন্তু বিজেপির কর্মী-সমর্থকরা সৈয়দ রেজাউল আলীর গাড়ির ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে।