নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা হুগলী জেলার আরামবাগ সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের বিরুদ্ধে দলিতদের অপমান করার অভিযোগ এনে ঝাড়গ্রাম জেলা বিজেপি দলের পক্ষ থেকে বুধবার ডেপুটেশন কর্মসূচী পালন করা হয়।
https://www.youtube.com/watch?v=pewm2I3HrA0
বিজেপি দলের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার জেলাশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো হয়। বিজেপির অভিযোগ, “তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মন্ডল ভিক্ষুক বলে অপমান করেছে। তৃণমূল কংগ্রেস দলিতদের তাদের ভোটব্যাঙ্ক বলে মনে করছে। সেই সঙ্গে দলিতদের অপমান করছে। তাই সুজাতা মন্ডল যেভাবে দলিতদের বিরুদ্ধে অপমানজনক কথা বলেছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
সেই মর্মে বুধবার সুজাতা মন্ডলের বিরুদ্ধে ঝাড়গ্রামে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দিল। বিজেপি দলের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার জেলা শাসকের কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। বিজেপি দলের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অবনী ঘোষের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দলের সদস্যগণ ঝাড়গ্রাম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্যোগে স্মারকলিপি জমা দেন।