‘বিজেপি হঠাও, বাংলা বাঁচাও’ বলে সভা থেকে বিজেপিকে একহাত নিলেন দিদি
সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ বুধবার জলপাইগুড়ির বেরুবাড়ি সংলগ্ন সিপাহিপাড়া এলাকায় একটি ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে এই সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা করোনা আক্রান্ত থাকায় এই সভায় উপস্থিত থাকতে পারেননি। এছাড়া সভায় তপন ব্যানার্জী, সৈকত চ্যাটার্জী, বিজয় চন্দ্র বর্মন, জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

- Sponsored -
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, “বিজেপি হঠাও, বাংলা বাঁচাও। এরপরে বাংলা বাঁচাও, দেশ বাঁচাও। পরপর হবে। আর খেলা তো হবেই। এখনো আমার পায়ে চোট আছে, তাই আমি হুইল চেয়ারে করে মিটিং করছি”।
আর আপনারা বলুন আমরা কেন ভোট চাইছি? কন্যাশ্রী করেছি, তাই ভোট চাইছি। রূপশ্রী করেছি, তাই ভোট চাইছি। বিনা পয়সায় সাইকেল দিয়েছি, তাই ভোট চাইছি”। এদিনও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন খড়গহস্ত।