মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার অন্তর্গত বক্সীপল্লিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে বনগাঁ থানার বক্সীপল্লীর বাসিন্দা বিপ্লব বিশ্বাসের সঙ্গে সুস্মিতা বিশ্বাসের বিয়ে হয়েছিল। তার দু’বছরের ছেলেও আছে। বর্তমানে সুস্মিতার মা-বাবা কেউ বেঁচে নেই। সুস্মিতার মামী সুনীতা জানিয়েছেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এমনকি শ্বশুরবাড়ির লোকেরা সুস্মিতা ও তার দু’বছরের ছেলের খাওয়া পরাও ঠিক মত দিত না।
তার মামীর অভিযোগ, সম্প্রতি তাকে সুস্মিতা জানান শ্বশুরবাড়ির লোকেরা তাকে পণের জন্য খুব অত্যাচার করত। আর গতকাল এই অত্যাচারের ফলেই মৃত্যু হয়েছে তার।
Sponsored Ads
Display Your Ads Hereএই ঘটনায় মৃতার পরিবার সুস্মিতার স্বামী বিপুল বিশ্বাস ও শাশুড়ি ভগবতী বিশ্বাসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুস্মিতার মৃতদেহ ময়না তদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বনগাঁ থানার পুলিশ।
গোটা ঘটনাটিতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পরিবারে।