চয়ন রায়ঃ কলকাতাঃ আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে যে, সেপ্টেম্বর মাসের শেষে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানান, “নির্বাচনের আগেই কিছুটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ৫ হাজার ৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ইতিমধ্যেই ৫ হাজার ১৪৬ জন কাজে যোগ দিয়েছেন। এখন যে ১০ হাজার ৫০০ শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে তার জন্য আগামী মঙ্গলবার কাউন্সিলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। কিভাবে কোথায় কাউন্সিলিং হবে সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো হবে। কাউন্সিলিংয়ের পরেই প্যানেল তৈরী করা হবে। এরপর জেলা ভিত্তিক রেকমেন্ডেশন পাঠিয়ে চাকরী প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি মানিক ভট্টাচার্য আরো জানিয়েছেন, “চলতি বছর জানুয়ারী মাসে রাজ্যে তৃতীয় দফা টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। তাতে আড়াই লক্ষ প্রশিক্ষিত প্রার্থী অংশ নিয়েছিলেন। পুজোর আগে সেই পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হবে। চলতি বছর ফলপ্রকাশের আগে সমস্ত উত্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপরেই চূড়ান্ত ফল ঘোষণা করা হবে”।
Sponsored Ads
Display Your Ads Here
“এছাড়া চাকরী প্রার্থীরা নানা ভাবে বিভ্রান্ত হয়ে থাকেন। তাই তাদের নিশ্চিন্ত করতে বোর্ড ও স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে ওয়েবসাইটে এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিটি বিষয় জানিয়ে দেবে। বিভ্রান্তকর প্রচারের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য আর্জিও জানানো হয়”।
Sponsored Ads
Display Your Ads Here