চয়ন রায়ঃ কলকাতাঃ রাজারহাটের রাইগাছি এলাকায় পারিবারিক বিবাদের জেরে প্রাণ হারালো এক খুদে শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকে ওই পরিবারটির বিবাদ রয়েছে। বৃহস্পতিবার পারিবারিক একটি বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে প্রবল অশান্তি হলে পুলিশ এসে তখনকার মতো বিষয়টি মিটিয়ে দেয়। ওই ঘটনার জেরে গতকাল রাতেরবেলা আবার তুমুল অশান্তি শুরু হয়।
মৃত শিশুর মাসি সাহিন খাতুন বলে, “পরশু দিন ঝগড়া হয়েছিল। ওরা বলছিল আমার বাবাকে মারবে। থানা-পুলিশ হয়ে বিষয়টি শান্ত হয়ে গিয়েছিল। এরপর গতকাল রাতেরবেলা ঝামেলা হলে ওরা বলছিল আমার বাবাকে ক্ষমা চাইতে হবে। বাবাও তাই করে। এছাড়া মাকেও ক্ষমা চাইতে হয়েছে।
কিন্তু তারপরেও ছোটো কাকী বলেছিল এদের জুতো দিয়ে মারলেও এদের শাস্তি কম হবে। এরপর বোন শাহনাজ খাতুনকে মারধর করে ওর কোল থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে আছাড় দিতেই ও গুরুতর ভাবে আহত হয়। তবে শিশুটি রাতেরবেলা খাবার খেয়ে খেলাধু্লো করে ঘুমিয়ে পড়ার পরে সকালবেলা আর ওঠেনি।
তারপর তড়িঘড়ি ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ওই শিশুটির কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। আর পুলিশ অভিযোগের ভিত্তিতে কাকিমা এবং তাদের তিন বোনকে গ্রেফতার করেছেন।